চলতি মাসের আগামী ২৬ তারিখে সারা ভারত জুড়ে ‘রাজভবন ঘেরাও’ কর্মসুচি নিতে চলেছে আন্দোলনরত দিল্লির চাষিরা। গত শুক্রবার দিল্লি সীমান্তে ৪০টি কৃষক সংগঠনের যৌথ প্লাটফর্ম ‘সংযুক্ত কিসান মাের্চা’র তরফে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দেশব্যাপী কর্মসূচি ঘােষণা করা হয়েছে। টানা সাত মাস ধরে চলছে এই কৃষক আন্দোলন।
সংগঠনের তরফে জানানাে হয়েছে, ‘প্রতিটি রাজ্যের রাজভবনের সামনে বিক্ষুব্ধ চাষীরা কালাে পতাকা নিয়ে কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদ জানাবেন। এরপর স্মারকলিপি পাঠানাে হবে দেশের রাষ্ট্রপতিকে। ১৯৭৫ সালে ২৬ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। তাই ওইদিনটির বর্তমানে সার্থকতা নিয়ে চাষিরা দেশজুড়ে রাজভবন ঘেরাও চালাবেন’।
Advertisement
চলতি সপ্তাহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে দিল্লিতে অবস্থানরত কৃষক সংগঠনের অন্যতম নেতা রাকেশ টিকাইত বৈঠক করেন। যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য রয়েছে।
Advertisement
Advertisement



