• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বৈষ্ণোদেবী মন্দির লাগােয়া বাড়িতে আগুন

জম্মু-কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবী মন্দির চত্বরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়।

বৈষ্ণোদেবী মন্দির লাগােয়া বাড়িতে আগুন

জম্মু-কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবী মন্দির চত্বরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেল সওয়া ৪ টে নাগাদ আগুন লাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই আগুন লেগেছে। 

Advertisement

মন্দির চত্বরে মােতায়েন সিআরপিএফ জওয়ানরা প্রথমে আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন। তারাই সকলকে সতর্ক করে দেন। মুহূর্তের মধ্যেই বাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। চারপাশ কালাে ধোঁয়ায় ঢেকে যায়। 

Advertisement

রিয়াসি জেলার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র সিংহ জানিয়েছেন, সাড়ে ৪ টে নাগাদ তাঁদের কাছে আগুন লাগার খবর পৌঁছয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী, আসে দমকলও।

বিকেল ৫ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়িটির ব্যাপক ক্ষতি হলেও এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement