গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু কিছুটা বাড়ল। তবে করােনার গ্রাফ এদিনও ছিল আগের দিনের তুলনায় নিম্নমুখী। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬৮২ জন। একদিনে করােনা জয়ী ১৬ হাজারেরও বেশি। বেড়েছে সুস্থতার হারও।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৬৬৪ জন রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। তৃতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। এখানে একদিনে সংক্রমিত হয়েছেন ৬৯২ জন। দক্ষিণ ২৪ পরগনা চতুর্থ স্থানে। এখানে আক্রান্তের সংখ্যা ৪৮৪ জন।
Advertisement
একদিনে করােনায় প্রাণ কেড়েছে ১১৮ জনের। এদিনের মৃতদের মধ্যে ২৮ জনই উত্তর ২৪ পরগনার। দ্বিতীয় স্থানে কলকাতা। এখানে একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করােনায় মৃত্যু হয়েছে ১১ জনের।
Advertisement
Advertisement



