পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের নতুন উপদেষ্টা করা হল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধু অদিতি বন্দ্যোপাধ্যায়কে। প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অদিতি।
রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী তিন বছরের জন্য কত বেতন হবে, কী তার দায়িত্ব, সবই উল্লেখ করা রয়েছে বিজ্ঞপ্তিতে। আগামী তিন বছরের জন্য তাঁকে নিয়ােগ করা হল। প্রতি মাসে বেতন হবে ১ লক্ষ ১০ হাজার টাকা। দ্রুত অদিতি দেবী কাজে যােগ দেবেন বলে জানা যাচ্ছে।
Advertisement
অদিতি বন্দ্যোপাধ্যায় টাকি স্কুলের ছাত্রী ছিলেন। পরে প্রেসিডেন্সি কলেজ, বিশ্বভারতীতে স্নাতক এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাংবাদিক হিসেবে একাধিক বড় সংস্থায় তিনি কর্মরত ছিলেন।
Advertisement
Advertisement



