• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কটাক্ষ রাহুলের

মাসের শেষ রবিবার মানেই রেডিওতে চেনা কণ্ঠস্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ‘মন কি বাত'। এবার এই বার্তাকে কটাক্ষ করলেন রাহুল গান্ধি।

রাহুল গান্ধি (File Photo: IANS)

মাসের শেষ রবিবার মানেই রেডিওতে চেনা কণ্ঠস্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ‘মন কি বাত’। এবার এই বার্তাকে কটাক্ষ করলেন রাহুল গান্ধি। প্রধানমন্ত্রীকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতির বক্তব্য, শুধুমাত্র অর্থহীন কথা দিয়ে করােনাকে হারানাে যাবে না।’

রবিবার সকালে রাহুল ট্যুইটে বলেন, ‘করােনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য চাই সঠিক অনুশাসন, নীতি এবং সদিচ্ছা। মাসে একবার অর্থহীন কথার কোনও মানেই হয় না। আসলে রাহুল এর মাধ্যমে ‘মন কি বাত’ অনুষ্ঠানের যে কোনও প্রয়ােজনীয়তা নেই এবং তার যে কোনও প্রভাবই নেই, তেমনটাই টুইটারে উল্লেখ করতে চেয়েছে।

Advertisement

Advertisement

Advertisement