• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

উত্তরপ্রদেশ মালাবদলের আগে মৃত্যু কনের, শ্যালিকাকে বিয়ে যুবকের 

বিয়ের কিছু সময় আগেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন কনে। কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হল তাঁর। কনের মৃত্যুর পরে তাঁর বােন অর্থাৎ শ্যালিকাকে বিয়ে করলেন যুবক।

প্রতীকী ছবি (Photo: iStock)

বিয়ের কিছু সময় আগেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন কনে। কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হল তাঁর। কনের মৃত্যুর পরে তাঁর বােন অর্থাৎ শ্যালিকাকে বিয়ে করলেন যুবক। ঘটনাটি উত্তরপ্রদেশের এটাওয়াতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘােষণা করেন।

Advertisement

চিকিৎসকরা জানান, হৃদরােগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুরভীর। এরপর মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বােন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষ সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

Advertisement

এই প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম না কী করব। দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেওয়ার।’ কনে বিদায়ের পরে সুরভীর শেষকৃত্য করে পরিবার।

Advertisement