মনের মানুষের খোঁজে মেক্সিকো থেকে হাওড়ায়, ৫ জুলাই বিয়ে অরিজিৎ- লেসলির

না সুর, ভাষা আর প্রেম কোনো কিছুই হয়তো সীমানার দূরত্ব মানে না। ঠিক যেমনটা লেসলি। শুধুমাত্র ভালোবাসার টানে মেক্সিকো থেকে হাওড়ায় এলেন তিনি।

Written by SNS Howrah | June 21, 2022 2:50 pm

না সুর, ভাষা আর প্রেম কোনো কিছুই হয়তো সীমানার দূরত্ব মানে না। ঠিক যেমনটা লেসলি।

শুধুমাত্র ভালোবাসার টানে মেক্সিকো থেকে হাওড়ায় এলেন তিনি। মনের মানুষের কাছে। আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে।

মেক্সিকো সিটির ব্যবসায়ী পরিবারের মেয়ে লেসলির সঙ্গে হাওড়ার বাসিন্দা বেসরকারী সংস্থা র কর্মী অরিজিৎ ভট্টাচার্য’র পরিচয় এক ডেটিং অ্যাপের মাধ্যমে ক্রমশ বাড়তে থাকে পরিচয়। বাড়তে থাকে কথাবার্তা।

তবে ইংরেজী খুব একটা না জানা লেসলির অজান্তেই মন দিয়ে দেন অরি জিৎকে। শুরু হয় ফোন কথা বলা। তবে দেখা করার ইচ্ছের কথা জানান দুজনেই।

তবে প্রথম দিকে ঠিক ছিল হাওড়া থেকে মেক্সিকো যাবেন অরিজিৎ। তাঁর বক্তব্য, “পাসপোর্ট ভিসার সমস্যার কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি।”

শেষ পর্যন্ত ২৯ এপ্রিল দিল্লী আসেন লেসলি। আর হাওড়া থেকে দিল্লী পৌঁছন অরিজিৎ । প্রথম সাক্ষাত দুজনের। একসঙ্গে কয়েক দিন থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন দুজনেই।

মে মাসে হাওড়ার বাড়িতে আসেন দুজনে। বাড়ির মতেই চারহাত এক হচ্ছে। ১৯ জুন রেজিস্ট্রি করেছেন দুজনে। ৫ জুলাই সামাজিক বিয়ে।