বিহারের সমৰ্তিপুরে এক মহিলাকে গণধর্ষণের পর বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখার গুরুতর অভিযােগ উঠল। স্থানীয় বাসিন্দারা এই মহিলাকে গুরুতর এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভােরে বিহারের সমস্তিপুরের বিভূতিপুর থানা এলাকার চাখাবিব রুবিয়া গ্রামে।
ওই দিন শৌচকর্মের জন্য মহিলা বেরিয়েছিলেন বাড়ির বাইরে। দুষ্কৃতিরা ওঁৎ পেতে ছিল। এরপর জোর করে নির্জন জায়গায় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতিরা। মহিলা বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলিয়ে দিয়ে দুষ্কৃতিরা পালায়।
Advertisement
স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় কারণ তার শারীরিক অবস্থা ভালাে ছিল না।
Advertisement
মহিলার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। তার বাড়ির কাছেই একটি তাঁবুতে বেশ কয়েকজন শ্রমিক ছিল। স্থানীয়দের দাবি এই ঘটনার পিছনে তাদেরই হাত রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে অভিযুক্তদের এখনও সন্ধান মেলেনি।
Advertisement



