রাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারির পর নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ শুরু করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলা গড়াতেই যা রণক্ষেত্রের আকার নিল। বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী-তৃণমূল সমর্থকদের ধস্তাধস্তি বাধে।
বাহিনীকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটি বৃষ্টি শুরু করল আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শেষে ধৃতদের আদালতে পেশ করার বদলে ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement
এদিন বেলা বাড়তেই নিজাম প্যালেসে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে জড়াে হতে থাকা তৃণমূল কর্মী-সমর্থকরা দলীয় পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন। ভিতরে মমতাও বসে পড়েছেন চেয়ারে।
Advertisement
সময় যত গড়াতে থাকে, ততই লােকের ভিড় বাড়তে থাকে নিজাম প্যালেসের সামনে। শেষে বাধ্য হয়ে সামনের রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশকে।
পাশাপাশি, চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে যখন সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন, সেখানেও বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। তাঁরা গাড়ির সামনে শুয়ে পড়ে পথ আটকানাের হুমকি দেন।
কিন্তু পরিবহণ মন্ত্রী সমর্থকদের অশান্তি না করার আবেদন জানান। তারপর চেতলার বাড়ি থেকে গাড়ি বেরিয়ে যান।
Advertisement



