লকডাউনে কোন পরিষেবা থাকবে খোলা আর কোন পরিষেবা বন্ধ

এই মুহূর্তে রাজ্যে দৈনিক করােনা সংক্রমণ কুড়ি হাজারের কাছাকাছি ঘােরাফেরা করছে। এই পরিস্থিতিতে আরও দুই সপ্তাহের জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করল নবান্ন।

Written by SNS Kolkata | May 16, 2021 7:18 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

কোন পরিষেবায় নিষেধাজ্ঞা 

  • বাস-মেট্রো-ট্রেন-সহ সব গণপরিবহণ বন্ধ 
  • জরুরি অবস্থা ছাড়া বন্ধ ফেরি, অটো পরিষেবা 
  • বন্ধ সরকারি, বেসরকারি অফিস ও কলকারখানা 
  • বন্ধ সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান 
  • রাত ৯ টা থেকে ভাের ৫ টা পর্যন্ত নাইট কারফিউ 
  • ৫০ জন অতিথি নিয়ে বিবাহ অনুষ্ঠান 
  • সৎকারের কাজে ২০ জন

কোন পরিষেবা মিলবে? 

  • খােলা থাকবে পেট্রল পাম্প 
  • ৫০ % কর্মী নিয়ে খােলা চা বাগান, জুট মিলে থাকবে ৩০ % শ্রমিক 
  • সমস্ত ই-কমার্স, হােম ডেলিভারি পরিষেবা মিলবে 
  • চালু থাকবে অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ 
  • খােলা ওষুধ, চশমা, ইলেকট্রনিক্সের দোকান 
  • মিষ্টির দোকান খােলা সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত 
  • মুদি দোকান, জরুরি পণ্য ও বাজার খােলা সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত 
  • খােলা চিকিৎসা ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠান 
  • চিকিৎসা ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সবার জন্য গণপরিবহনে ছাড় 
  • জরুরি পরিষেবায় চালু থাকবে ট্যাক্সি