১৪৪ এ জাতীয় সড়কের ওপর জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করল সেনাবাহিনী। গােপন সূত্রে খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশ বাহিনী যৌথভাবে তল্লাশি চালায়। জম্মু-কাশ্মীর হাইওয়ের ওপর জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালানাের পরিকল্পনা করছে।
খবর পেয়েই তল্লাশি চালানাে হয়। কাউকে গ্রেফতার করা না গেলেও একদিনের তফাতে জম্মু থেকে বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হল। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র বলেন, গােপন খবর পেয়ে তল্লাশি চালিয়ে গােপন জঙ্গি ঘাঁটির সন্ধান পায়।
Advertisement
সেখান থেকে ১৯ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। সুরানকোটে ফালগা এলাকায়। পুলিশ সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি চালিয়েছিল। কাউকে গ্রেফতার করা যায়নি।
Advertisement
Advertisement



