ভােটের পর রাজ্যে অশান্তির পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই রিপাের্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর রাজ্যপালও আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীকে ফোন করেন। অন্যদিকে ভােটের পর রাজ্যে অশান্তির পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই রিপাের্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
অন্যদিকে ভােট পরবর্তী অশান্তির প্রতিবাদে আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভে অংশ নিতে বঙ্গ সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
Advertisement
এই অবস্থায় ভােট পরবর্তী হিংসা নিয়ে কড়া অবস্থান নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসলেন তিনি। শপথ গ্রহণের আগের দিন রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার বার্তা দিলেন।
Advertisement
ভােট ফল ঘােষণার ৪৮ ঘন্টার মধ্যে হিংসার ঘটনার খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। জানা গিয়েছে বিজেপি, তৃণমূল এবং আইএসএফ মিলিয়ে অন্তত ১২ জন কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন একাধিক রাজনৈতিক দলের বহু কর্মী। বহু জায়গায় বিরােধীদের পার্টি অফিস, বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযােগ উঠছে। সব মিলিয়ে ভােটের পরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজ্যে।
তবে মঙ্গলবার রাজ্যে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন মমতা। তাঁর কথায়, বাংলা শান্তিপ্রিয় রাজ্য। ভােটের সময় রাজ্যে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করেছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন শান্তি বজায় রাখুন। কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কোনও সমস্যা হলে পুলিশকে জানান। তারা আইনানুগ ব্যবস্থা নেবে।
এদিনের বৈঠকে মমতার স্পষ্ট নির্দেশ পুলিশকেই আইনশৃঙ্খলা সামাল দিতে হবে। সূত্রের খবর, তিনি পুলিশকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইট করেছেন রাজ্যপাল।
Advertisement



