• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

জায়গা ধরে রাখলেন বিরাট রাহুল

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের র‍্যাঙ্কিংয়ের জায়গা ধরে রাখলেন দুই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও লােকেশ রাহুল। প্রথম দশে জায়গা ধরে রেখেছেন তারা।

বিরাট কোহলি (File Photo: IANS)

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের র‍্যাঙ্কিংয়ের জায়গা ধরে রাখলেন দুই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও লােকেশ রাহুল। প্রথম দশে জায়গা ধরে রেখেছেন তারা। পাশাপাশি বলে রাখা ভালাে, প্রথম দশের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। বাবর আজমও তৃতীয়স্থান ধরে রেখেছেন।

ইওন মর্গান, রােহিত শর্মাদের টপকে রিজওয়ান উঠে এসেছেন দশের তালিকায়। জিম্বাবােয়ের বিরুদ্ধে টি – টোয়েন্টি সিরিজে ধারাবাহিকভাবে ভালাে ব্যাটিং পারফরমেন্স করে দেখানাের। সুবাদেই রিজওয়ান প্রথম দশের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তি করতে পেরেছেন।

Advertisement

এদিকে বিরাট কোহলি পাঁচ নম্বর স্থানে রয়েছেন। লােকেশ রাহুল রয়েছেন সপ্তম স্থানে। বােলারদের তালিকায় প্রথম দশের মধ্যে কোনও ভারতীয় বােলার জায়গা পাননি।

Advertisement

Advertisement