মাত্র ৩৩ বছর বয়সে হৃদরােগে আক্রান্ত হয়ে হায়দরাবাদের প্রাক্তন তারকা ক্রিকেটার অশ্বিন যাদব প্রয়াত হলেন। পেসার অশ্বিন ২০০৭ সালে প্রথম শ্রেণী ক্রিকেটে খেলেন। খেলেছেন আইপিএল ক্রিকেটে। খেলেছেন মােট ১৪ টি প্রথম শ্রেণির ম্যাচ।
তিনি ভারতীয় দলের হয়ে দশটি ম্যাচের পাশে টি ২০ দুটি ম্যাচে অংশ নেন। স্ত্রী ও তিন সন্তান বর্তমান। ১৪ টি ম্যাচে তিনি ৩৪ টি উইকেট পেয়েছেন। বেশ কয়েকবার এক ম্যাচে চারটি করে উইকেট পেয়েছেন।
Advertisement
বেশ কয়েকবার এক ম্যাচে চারটি করে উইকেট দখল করেন। একবার পাঁচটি উইকেট পান। ২০০৮-০৯ সালে দিল্লির বিরুদ্ধে তিনি ৫২ রানে ছয়টি উইকেট পান। ২০০৯ সালে শেষবারের মতাে হায়দরাবাদের হয়ে মুম্বই দলের বিরুদ্ধে খেলেন।
Advertisement
এরপরে তিনি ক্রিকেট থেকে অবসর নিলেও অফিক্স দলের খেলেছেন। প্রাক্তন ক্রিকেটার অশ্বিন যাদবের প্রয়ানের খর ছড়িয়ে পড়তে শােকের ছায়া নেমে আসে ক্রিকেট মহলে।
Advertisement



