তৃতীয় দফায় ৬২ থেকে ৬৫ টি আসন, পঞ্চম দফায় ১২২ টি আসন পেয়ে গেছে বিজেপি বলে রবিবারসীয় জামালপুরে সভায় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয় ষষ্ঠ দফার ভােটে নীলবাড়ী দখলের শক্তি পেয়ে যাবে বিজেপি। শেষ দু দফায় যা আসবে তা সরকার গঠনের ম্যাজিক সংখ্যার বাড়তি আসন বলে দাবি অমিত শাহের।
এজন্য আগামী ২ মে যাতে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন, সেজন্য কটাক্ষের সুরে মমতার সুস্থতা চাইলেন অমিত। রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
Advertisement
তিনি এদিন দাবি করেন- ‘গত ভােটপর্বগুলিতে ১২২ টি আসনে জিততে চলেছে বিজেপি। দিদির গুন্ডারা কিছুই করতে পারেনি ৫ দফার ভােটে তাই দিদি হতাশায় ভুগছেন। তৃতীয় দফার ভােটগ্রহণের পর বিজেপি ৬২ থেকে ৬৫ টি আসন জিতে গেছে।
Advertisement
এই দফার মধ্যেই ১২২ টি আসন পেতে চলেছে বিজেপি। ষষ্ঠ দফার ভােটগ্রহণে সরকার গঠনের আসন সংখ্যা চলে আসবে। শেষ দু দফায় ভােটে বিজেপি বাড়তি আসন গুলি পাবে।
এরপর অমিত শাহ কটাক্ষের সুরে বলেন -২ মে এর আগে দিদি সুস্থ হয়ে উঠুন। কেননা পায়ে হেঁটে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে যেতে হবে দিদি কে’। তৃনমূল সরকারকে বােমা গুলি বন্দুকের সরকার বলে অভিযােগ তুলেন অমিত শাহ।
পাশাপাশি রাজ্যে প্রকৃত উন্নয়ন করবে বিজেপি। ক্ষমতায় এলে সােনার বাংলা গড়বে বিজেপি বলে দাবি অমিতের। সেইসাথে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে হারছেন তা ফের জামালপুরের জনসভায় জানান অমিত শাহ।
Advertisement



