• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দিলীপের প্রচার বন্ধ, সায়ন্তনকে নােটিশ

দিলীপ ঘােষকে আগামী ২৪ ঘণ্টার জন্য ব্যান করল নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না দিলীপবাবু বলেও জানিয়ে দিয়েছে কমিশন।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। (Photo: Facebook/@DilipGhosh)

এবার বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘােষকে আগামী ২৪ ঘণ্টার জন্য ব্যান করল নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না দিলীপবাবু বলেও জানিয়ে দিয়েছে কমিশন।

১৫ এপ্রিল সন্ধ্যা ৭ টা থেকে আগামীকাল ১৬ এপ্রিল সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। আদর্শ নির্বাচন বিধি লঙঘন করার জন্যই এই নিষেধাজ্ঞা বলেই জানানাে হয়েছে।

Advertisement

এদিকে শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেতা সায়ন্তন বসুকে নােটিশ দিল নির্বাচন কমিশন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement