ফেসবুকে, সােশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে আসানসােল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘােষকে নিয়ে। তৃণমূল কর্মীদের বক্তব্য, প্রার্থী ঘােষণার পর থেকে গত কয়েকদিনের প্রচারে যেভাবে তিনি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তাতে এই আসনে ভালাে ফল নিশ্চিত।
গত কয়েকদিনে সায়নীকে দেখা গিয়েছে নানা এলাকায় । কখনও তিনি ৮৪ নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সুবিধে-অসুবিধে নিয়ে খোঁজ নিচ্ছেন।
Advertisement
কখনও বার্নপুরে ৯৫ নম্বর ওয়ার্ড তৃণমূলের নেতৃত্ব ও বুথকর্মীদের সঙ্গে মিটিং করছেন। আবার সায়নী কখনও চলে যাচ্ছেন। ৮৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলতে।
Advertisement
Advertisement



