• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

করােনায় একদিনে আক্রান্ত ৪৩ হাজার

ফের করােনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় কোভিডে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি মানুষ।

প্রতীকী ছবি (Photo: AFP)

ফের করােনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় কোভিডে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি মানুষ। গত চার মাসের মধ্যে এক দিনে এতজন করােনা’য় আক্রান্ত হওয়ার খবর নেই।

শনিবার করােনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। দেশজুড়ে করােনায় মােট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৯, ৭৫৫।

Advertisement

তবে কি ফের লকডাউন ফিরে আসছে? এটাই এখন তাড়িয়ে বেড়াচ্ছে সর্বস্তরের মানুষকে। মূলত চারটি রাজ্যে করােনার প্রভাব উর্ধ্বমুখী। এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পাঞ্জাব।

Advertisement

শনিবার থেকেই মধ্যপ্রদেশের ভূপাল, ইন্দোর, জব্বলপুরে, তিনদিনের লকডাউন শুরু হয়েছে। তামিলনাড়ু, মহারাষ্ট্র পাঞ্জাবে ফের স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার। শুধুমাত্র মহারাষ্ট্রেই এদিন নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার মানুষ।

করােনার টিকাকরণ চলছে জোরকদমে। চার কোটি মানুষকে ইতিমধ্যে টিকা দেওয়া সম্ভব হয়েছে। বহু রাজ্যে করােনা সংক্রান্ত বিধি যে ছিল তা মানার তাগিদ দেখা যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের একাংশের মতে বিভিন্ন জায়গায় জনসমাগম, সামাজিক মেলামেশায় কোনও বিধি নিষেধ মানা হচ্ছে না। লােকজন মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। সরকারি নিয়ন্ত্রণ অনেকেই মানছেন না।

Advertisement