বৃহন্মুম্বাই পুর কর্তৃপক্ষের তরফে এক গুচ্ছ নতুন কোভিড নির্দেশিকা প্রকাশ করা হয়েছে– যেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ৬০ বছরের বেশি যাত্রীদের, গর্ভবতী মহিলা, পাঁচ বছরের নিচের বাচ্চার সঙ্গে থাকা বাবা-মা’কে ছাড় দেওয়া হয়েছে।
গ্রেট ব্রিটেন, ইউরােপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে মুম্বইতে আসা যাত্রীদের আর সপ্তাহব্যাপী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক থাকতে হবে না যদি তারা কোভিড টিকার দুটো ডােজ নিয়ে থাকেন।
Advertisement
আগে ওই দেশগুলাে থেকে আসা যাত্রীরা মুম্বই পৌছনাের সরকারি কোয়ারেন্টা সেন্টারে সাতদিনের জন্য পাঠানাে হত। সাংঘাতিক অসুস্থতার শিকার যে কোনও যাত্রীকে তার চিকিৎসা সংক্রান্ত সঠিক নথি দেখানাের পর তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
Advertisement
Advertisement



