কমবেশি প্রত্যেক মহিলার মধ্যে সােনার প্রতি আকর্ষণ থাকে। করােনা মহামারীর মধ্যে আকাশ ছোঁয়া হয়ে উঠেছিল সােনার দাম। ভ্যাকসিন বেরােনাের পর থেকে বিগত কিছু দিন বাবদ নিম্নমুখী হয় সােনা’র দাম।
ফের বাজারে কমলাে হলুদ ধাতুর দাম। রেকর্ড পতন সােনার দামে, গত ১১ মাসের সব থেকে সস্তা হলাে সােনা। গত বছর আগস্ট মাসে সােনার দাম ছিল প্রায় ৫৭,০০০ টাকা। দীর্ঘ আট মাসে প্রায় ১২ হাজার টাকা দাম কমলাে।
Advertisement
শনিবার সােনার অনেকটাই দাম কমলাে। শনিবার ২২ ক্যারট সােনার দাম ১ গ্রামে ৪৪২৯ টাকা, ১০ গ্রামে ৪৪,২৯০ টাকা। শুক্রবার যা ছিল ২২ ক্যারেট সােনার গয়নায় ১০ গ্রামের দাম ৪৩,৪০০ টাকা।
Advertisement
চলতি মাসে ২ তারিখ, কলকাতায় ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মােট সােনার দাম পতন হয়েছিল ১২ হাজার টাকা। এ বছরের শুরুর তুলনায় হিসেব করলে ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা সােনার দাম কমেছে।
প্রসঙ্গত গত বছর আগস্টে সােনার দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। প্রায় ৫৬,২০০ ছুঁয়ে ছিল। বিশেষজ্ঞের বক্তব্য, ‘বাজেটের আর্থিক পরিস্থিতি আস্তে আস্তে চাঙ্গা হওয়ায় শুরু করেছে। সেই কারণেই অনেকটা সােনার দামে পতন দেখা যাচ্ছে।’
Advertisement



