• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নিজের বাড়িতেই আগুন লাগালাে মালিক 

হিরাপুর থানার বার্ণপুরে ৮ নম্বর বস্তির গ্রিনভ্যালি এলাকায় নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে দেওয়ার অভিযােগ উঠলাে এক ব্যক্তির বিরুদ্ধে।

প্রতীকী ছবি (File Photo: IANS)

হিরাপুর থানার বার্ণপুরে ৮ নম্বর বস্তির গ্রিনভ্যালি এলাকায় নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে দেওয়ার অভিযােগ উঠলাে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গােলা এলাকায়। 

জানা যায়, ৮ নম্বর বক্তির গ্রিনভ্যালি এলাকায় মানিক চন্দ্র মাজি পেশায় বার্ণপুর ইস্কো কারখানার কর্মী। বাড়িতে মানিকবাবু একাই থাকেন। বাড়ির অন্য সদস্যরা অন্যত্র থাকেন। 

Advertisement

স্থানীয় বাসিন্দারা বলেন, মানিকবাবু মানসিক ভারসাম্যহীন। প্রায় দিন তিনি প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এদিন দুপুরে তিনি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেন। প্রতিবেশীরা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে তার বাড়ির লােকজনদের খবর দেন। 

Advertisement

একই সঙ্গে তারা হিরাপুর থানা ও দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। দমকলের একটি ইঞ্জিন এলাকায় পৌঁছায়। দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, এই ঘটনায় কোনও অভিযােগ দায়ের করা হয়নি।

Advertisement