• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এ সপ্তাহেই তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি 

শীত প্রায় শেষের দিকে, অপরদিকে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এবং সিকিমেও।

শীত প্রায় শেষের দিকে, অপরদিকে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এবং সিকিমেও।

এদিকে কয়েকদিনের মধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা আরও বেড়ে যাবে বলেই জানানাে হয়েছে পূর্বাভাসে। 

Advertisement

সকালের দিকে সামান্য শীত অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়ছে গরম। মাত্র কয়েক দিনের মধ্যেই রীতিমতাে গরম অনুভূত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আগামী ২৪ ঘণ্টায় সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদে।

Advertisement