• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডেবরায় বামেদের রেল রােকো

নবান্ন অভিযানে ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনা। দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার খড়গপুর-হাওড়া বিভাগের দুয়া স্টেশনে অবরােধ করে।

প্রতিকি ছবি (Photo: iStock)

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রত্যাহার এবং নবান্ন অভিযানে ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনা। দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার খড়গপুর-হাওড়া বিভাগের দুয়া স্টেশনে অবরােধ করে। বাম ছাত্র এবং যুব সংগঠন প্রায় ৩০ মিনিট অবরােধ চলার পর তুলে নেওয়া হয়।

বিধানসভা নির্বাচনের আগে পায়ের তলায় মাটি ফিরে পেতে মরিয়া বামেরা। একের পর এক রাজনৈতিক কর্মসূচি নিয়ে ছাত্র ও যুব সংগঠনকে চাঙা করার লক্ষ্যেই কার্যত এই অভিযান। সারা বাংলায় আজ এই রেল রােকো কর্মসূচি পালিত হয়।

Advertisement

Advertisement

Advertisement