বাম যুব নেতা কানহাইয়া কুমার রবিবার নীতিশ কুমার ও বিজেপি জোট সরকারের মন্ত্রী অশােক চৌধুরীর সঙ্গে দেখা করেছিলেন। তার এই সাক্ষাত নিয়ে জল্পনা চলছে।
খবর মিলছিল সিপিআই নেতৃত্বের সঙ্গে কানহাইয়ার ঠিক বনিবনা হচ্ছে না। ফলে দলবদলের গুঞ্জন ছড়িয়ে গিয়েছিল।
Advertisement
এই গুঞ্জনের ঢেউ যে আছড়ে পড়বে দেশ জুড়ে এমনটাই প্রত্যাশিত ছিল। এরপর তড়িঘড়ি বিবৃতি জারি করে সিপিআই জানালাে এরকম কোনও আশঙ্কাই সত্যি নয়। কানহাইয়ার দলবদলের আশঙ্কা ভিত্তিহীন।
Advertisement
নিছক তার উন্নয়নের ব্যাপারে আলােচনা করতে জেডিইউয়ের মন্ত্রীর কাছে গিয়েছিলেন কানহাইয়া। সঙ্গে ছিলেন সিপিআই নেতা সূর্যকান্ত পাসােয়ন। ফলে কানহাইয়ার দলবদলের গুজব যারা ছড়িয়েছেন তাদের নিন্দা করা হয়েছে সিপিআইয়ের তরফে।
Advertisement



