পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহারা অঞ্চলের আউশরাগ্রামে বারােয়ারী তলার সন্নিকটে মঞ্চ উজাধনে উপস্থিত রায়ানা বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, যাতে বারােয়ারী তলার সন্নিকটে একটি মঞ্চ তৈরি করে দেওয়া হয়।
মানুষের সেই চাহিদা পূরণ করার লক্ষ্যে সেহারা পঞ্চায়েতের উদ্যোগে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যায় করে আউসারা গ্রামে বারােয়ারী মন্দিরের কাছে মঞ্চ টি তৈরি করা হয়েছে। আজই তার শুভ উদ্মোধন করলেন রাফানা বিধানসভার বিধায়ক নেপাল ঘরই মহাশয়।
Advertisement
তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রয়াত মুজাফা চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Advertisement
Advertisement



