মঙ্গলবার রাতে বাসন্তীর ফুলমাল গ্রাম পঞ্চায়েত এলাকার নেবুখালি অঞ্চলে বাড়ি ফেরার পথে সাদ্দাম সেখ নামে এক যুবক দুষ্কৃতীদের ধারালাে অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। যুককে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
এই ঘটনায় যুক্ত সন্দেহে বাসন্তী থানার পুলিশ একজনকে ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা থাকায়। বুধবার সকাল থেকেই বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে বাসন্তীর তৃণমূল কংগ্রেসের মন্টু গাজী।
Advertisement
বুধবার বিকেলে জানান, জখম সাদ্দাম ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সদস্য জাকির সেখ এর ছেলে দলের সক্রিয় সদস্য। এখন আর বাসন্তীতে তৃণমূলের যুব মাদার গন্ডগােল নেই। বিজেপি তে যােগ দেওয়া কিছু দুতী এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। অভিযােগ অস্বীকার বিজেপির। ওখানে কিছু সমর্থক থাকলেও জোলার সংগঠন নেই। নিজেদের দ্বন্দ্ব বিরােধীদলের দিকে দোষ চাপাচ্ছে। পুলিশ সঠিক তদন্তলে সত্য প্রকাশ পাবে।
Advertisement
Advertisement



