• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

হাড্ডাহাড্ডি লড়াইয়ে হায়দরাবাদের জয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে এদিন দারুন জয় তুলে নিল হায়দরাবাদের এফসি । তারা ২-০ গােলে হারিয়ে দিলে চেন্নাইয়ের এফসি'কে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে এদিন দারুন জয় তুলে নিল হায়দরাবাদের এফসি । তারা ২-০ গােলে হারিয়ে দিলে চেন্নাইয়ের এফসি’কে। এই জয়ের ফলে হায়দরাবাদ ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে চলে এলাে। আর চেন্নাই সমসংখ্যক খেলায় ১৬ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে।

খেলার শুরু থেকেই দু’দলের ফুটবলাররা আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই গড়ে তােলেন। তবে সিংহভাগ বলের দখলে ছিলেন চেন্নাইয়ের ফুটবলাররা। কিন্তু সুযােগ তৈরি করে ২৮ মিনিটের মাথায় ফ্রান্সিসকো। সাম্তজার গোলে হায়দরাবাদ এগিয়ে যায়।

Advertisement

পিছিয়ে থাকা চেন্নাই গােল পরিশােধ করার জন্যে মরিয়া হয়ে ওঠে। কিন্তু গােলের সুযােগ পেমোও চেন্নাইয়ের ফুটবলাররা গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয় পর্বে হায়দরাবাদ নতুন ছকে চোই কে চাপে রাখার চেষ্টা করতে থাকেন। খেলার ৮২ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে জোয়েল চিনেজ গােল করে নালের জয়কে নিশ্চিত করে দেন।

Advertisement

Advertisement