তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ঢেলে সাজানাের উদ্যোগ নেওয়া হল। খড়গপুর ১ নং ব্লক শিল্পাঞ্চলের সংগঠনের দায়িত্ব দেওয়া হল শেখ মিঠুকে।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শৈলেন্দ্র সিং এই দায়িত্ব মিঠুকে দিয়েছেন। মিঠুর রাজনৈতিক হাতেখড়ি সিপিআই দলে। রাজ্য পালাবদলের পর কোণঠাসা হয়ে পড়েন মিঠু। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরে তিনি বিজেপিতে যােগ দেন। কিন্তু বিজেপিতে কাজের সুযােগ না পাওয়ায় তিনি তৃণমূল কংগ্রেসে যােগ দেন।
Advertisement
খড়গপুর ১ নং ব্লকে রেশমি মেটালিকস, ওড়িশা মেটালিকস জাফা, র্যামকো সহ একাধিক কারখানা রয়েছে। কোনও জায়গাতেই আইএনটিটিইউসি’র সংগঠনের কোনও অস্তিত্ব নেই বললেই চলে।
Advertisement
ঠিক এই জায়গাতেই মিঠুর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে চাইছে আইএনটিটিইউসি। মিঠু বলেন, দল আমার উপর ভরসা রেখেছে। আমি দায়িত্ব পালনের চেষ্টা করব।
Advertisement



