• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কামারপাড়ায় ভােটযুদ্ধে নেমে পড়েছে গেরুয়া শিবির

বিধানসভা নির্বাচন ঘােষণার আগেই দেওয়াল লিখন শুরু দক্ষিণ দিনাজপুর জেলায়।প্রার্থীর নাম ছাড়াই দলের প্রচারে পদ্মফুল এঁকে নির্বাচনী ময়দানে গেরুয়া শিবির।

প্রতিনিধিত্বমূলক ছবি (File Photo: IANS)

বিধানসভা নির্বাচন ঘােষণার আগেই দেওয়াল লিখন শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রার্থীর নাম ছাড়াই দলের প্রচারে পদ্মফুল এঁকে নির্বাচনী ময়দানে নামলে গেরুয়া শিবির।

সােমবার দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়া এলাকায় দেওয়াল লিখে আগাম প্রচার শুরু করেন বিজেপির মন্ডল সভাপতি রঞ্জন কুমার মাহাতাে। উপস্থিত ছিলেন জেলা মহিলা মাের্চার জিএস চুমকি সাহা, জেডপি ৮ এর মহিলা মাের্চার সভানেত্রী মধুমিতা বৰ্মন সহ অন্যান্যরা।

Advertisement

মন্ডল সভাপতি রঞ্জন কুমার মাহাতাে জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই নির্বাচন ঘােষনা হতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই প্রচার শুরু করেছেন। প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু করেছেন তারা। দলকে এগিয়ে যেতে সকলের মিলে কাজ করছেন।

Advertisement

Advertisement