• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আসানসােলে অস্ত্রসহ ধৃত যুবক

কলকাতা পুলিশের এসটিএফের একটি দল আসানসােলে বিহার থেকে কলকাতাগামী বাস থেকে এক যুবককে কার্তুজ , বন্দুক সহ আটক করেছে। ধৃতের নাম মহম্মদ আকিব।

কলকাতা পুলিশের এসটিএফের একটি দল আসানসােলে বিহার থেকে কলকাতাগামী বাস থেকে এক যুবককে কার্তুজ , বন্দুক সহ আটক করেছে। ধৃতের নাম মহম্মদ আকিব। বাড়ি বিহাবের নালন্দা জেলার অন্তর্গত নুসরাই গ্রামে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সক্রিয় হয়ে উঠছে অস্ত্র সরবরাহকারীরা।

গোপন সূত্রে খবর পেয়ে বিহার থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাসে আসানসােলে অভিযান চালিয়ে এসটিএফ ৮০ রাউন্ড কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ধৃতকে জেরা করছে এসটিএফ।

Advertisement

এসটিএফ সূত্রে জানানাে হয়েছে, গােপন সূত্রে খবর এসেছিল, বিহারের এক যুবক বাসে করে কলকাতায় আসছে। তার কাছে কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা সে কলকাতায় সরবরাহ করছে।

Advertisement

Advertisement