• facebook
  • twitter
Friday, 30 January, 2026

দিল্লি দলে প্রভীণ আমরে

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রভীণ আমরেকে দিল্লি ক্যাপিটালস দল সহকারী কোচ হিসাবে নিযুক্ত করল। বুধবার দলের পক্ষ থেকে এমন খবরই জানানাে হয়েছে।

প্রতিকি ছবি (File Photo: iStock)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রভীণ আমরেকে দিল্লি ক্যাপিটালস দল সহকারী কোচ হিসাবে নিযুক্ত করল। বুধবার দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে এমন খবরই জানানাে হয়েছে।

এই দায়িত্ব পাওয়ার আমি বেশ খুশি। আমি আশা করছি দায়িত্বটা ভালােভাবে পালন করব, জানান আমরে।

Advertisement

Advertisement

Advertisement