• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলির করােনা পজিটিভ

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলির করােনা পজিটিভ ধরা পড়ল,সােমবার ইংল্যান্ড ক্রিকেট বাের্ডের পক্ষ থেকে জানানাে হয়েছে।আপাতত তাকে দশ দিন আইসােলেশনে রাখা হয়েছে।

মঈন আলি (ছবি: টুইটার | @MoeenaliAli)

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলির করােনা পজিটিভ ধরা পড়ল, সােমবার ইংল্যান্ড ক্রিকেট বাের্ডের পক্ষ থেকে জানানাে হয়েছে। আপাতত তাকে দশ দিন আইসােলেশনে রাখা হয়েছে। এছাড়া ক্রিস ওক্সকে আইসােলেশনে রাখা হয়েছে, কারণ তিনি মঈল আলির সংস্পর্শে ছিলেন।

ইংল্যান্ড ক্রিকেটাররা এখন শ্রীলঙ্কায় রয়েছেন। ১৪ জানুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। দু’টি টেস্ট ম্যাচই খেলা হবে গল স্টেডিয়ামে। হাম্বানটোনায় আসার পরই গোটা ইংল্যান্ড দলের ক্রিকেটারদের করােনা টেস্ট করা হয়েছিল, সেখানেই মঈন আলির করােনা টেস্ট করানাের পর রিপাের্ট পজিটিভ আসে।

Advertisement

তাই তাকে শ্রীলঙ্কা সরকারের কড়া নিয়মের মধ্যে থাকতে হবে। করােনা পজিটিভ আসায় তিনি আইসােলেশনে থাকবেন তাই তিনি প্রথম টেস্টে খেলতে নামতে পারছেন না।

Advertisement

Advertisement