• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গুজব ওড়ালেন নিক হকলে

ব্রিসবেনে ভারতীয় ক্রিকেটাররা খেলতে রাজি নন, তারা কঠোর নিয়ম পালন করতে চান না, এই নিয়ে কয়েকদিন ধরে একটা গুজব রটে গিয়েছিল বাজারে।

নিক হকলে (ছবি: টুইটার | @HockleyNick)

ব্রিসবেনে ভারতীয় ক্রিকেটাররা খেলতে রাজি নন, তারা কঠোর নিয়ম পালন করতে চান না, এই নিয়ে কয়েকদিন ধরে একটা গুজব রটে গিয়েছিল বাজারে। এবং ভারতীয় ক্রিকেটাররা চান সিডনিতেই দু’টি টেস্ট ম্যাচ খেলতে।

এদিকে সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক একলে সাফ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটারদের ব্রিসবেনে খেলতে কোনও অসুবিধা নেই।

Advertisement

তিনি বলেন, রােজ বিসিসি আইরে কর্তাদের সঙ্গে আমার কথা হয়। সরকারি ভাবে এ ব্যাপারে বিসিসিআই এখনও কিছু জানায়নি আমাদের। প্রতিটা বিষয়েই ওরা আমাদের পাশে থেকেছে। যেভাবে সুচি তৈরি হয়েছে, সেভাবেই দুর্দা দল খেলতে প্রস্তুত রয়েছে।

Advertisement

Advertisement