• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

হুমার প্রত্যাবর্তন

বনশালীদের হাত ধরেই বহুবছর পর ফের বলিউডে ফিরতে চলেছেন হুমা কুরেশি। সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবিতে একটি ছােট চরিত্রে হুমা কুরেশিকে দেখতে পাওয়া যাবে।

হুমা কুরেশি (ছবি: IANS)

বনশালী টিমে এবার হুমা কুরেশি–না কোনও গুজব নয়, বনশালীদের হাত ধরেই বহুবছর পর ফের বলিউডে ফিরতে চলেছেন হুমা কুরেশি। সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবিতে একটি ছােট চরিত্রে হুমা কুরেশিকে দেখতে পাওয়া যাবে।

হুমা জানান, সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়িতে স্পেশ্যাল ডান্স পারফরমেন্সের জন্য আফার পাই। কোনও চিন্তাভানার সুযােগ নেই, সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিই। সঞ্জয় লীলা বনশালির ছবিতে কাজ করার সুযােগ লুফে নিয়েছি। কেরিয়ারে নিঃসন্দেহে খুব বড় সুযােগ। হুমাকে পরবর্তীতে আরও কোনও নতুন ও গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়া যায় কিনা সেটাই দেখার।

Advertisement

Advertisement

Advertisement