• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

নেতারা কেন দল ছাড়ছে, পিকে-কে প্রশ্ন মমতার

নেতারা কেন দল ছাড়ছে এই নিয়ে তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি দলীয় বৈঠকে প্রশান্ত কিশােরের কাছে জানতে চান বলে জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS/File)

নেতারা কেন দল ছাড়ছে এই নিয়ে তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি দলীয় বৈঠকে প্রশান্ত কিশােরের কাছে জানতে চান বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমাে নাকি পিকেকে বলেন, কেন এসব হচ্ছে আপনার কি মনে হয়? এর উত্তরে প্রশান্ত কিশাের জানিয়েছেন, বিজেপি বিভিন্ন এজেন্সিকে দিয়ে ভয় দেখাচ্ছে। সেই সঙ্গে লােভে পড়ে এসব করছে।

যারা যাচ্ছে কিংবা যারা যাবে বলে ঠিক করে নিয়েছে সেই সঙ্গে ইতিমধ্যে যারা দল ছেড়ে দিয়েছেন তাদের কথা ভেবে সময় নষ্ট করে লাভ নেই বলেও এদিনের বৈঠকে মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমাে। তবে যারা দলে রয়েছেন তাদেরকে ধরে রাখার জন্য তৃণমূল মাঠে নামবে বলে জানা যাচ্ছে। তাদের সঙ্গে দ্রুত বৈঠকেরও উদ্যোগ নিচ্ছে তৃণমূল।

Advertisement

Advertisement

Advertisement