বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানাে হয় স্টিভ স্মিথ পুরােপুরি ফিট তিনি মাঠে নামছেন প্রথম টেস্টে। দিন-রাত্রে টেস্ট খেলতে নামার আগে একটা বিরাট স্বস্তি দেখা দিল অস্ট্রেলিয়া শিবিরে তা বলাই বাহুল্য। স্মিথ এদিন দলের সঙ্গে প্র্যাকটিসও সেরে নেন।
মঙ্গলবার শােনা গিয়েছিল কোমরে টান লাগার জন্য তিনি অনুশীলনে যােগ দিতে পারেননি স্টিভ স্মিথ। তাহলে প্রথম টেস্ট খেলতে নামার আগে অশনি সংকেত এটা অস্ট্রেলিয়া দলের। জন্য এখন থেকেই সকলেই এই ব্যাপারটা নিয়ে ভাবনার মধ্যে রয়েছেন।
Advertisement
মঙ্গলবার অনুশীলন চলাকালীন নীচু হয়ে বল ধরার সময়ে স্মিথের কোমরে টান লাগে। তার পরে সে মাঠ ছাড়তে বাধ্য হয়। তিনি পুরাে সময় প্র্যাকটিসে যােগ দিতে পারলেন না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথের চোটকে বড় আকারে দেখতে নারাজ। বুধবার স্মিথ আবারও অনুশীলনে ফিরবেন বলে আশা করছেন তারা।
Advertisement
Advertisement



