ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার। কনভয়ে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারই প্রতিবাদ গােটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় পথ অবরােধ করা হয়। খড়গপুর লােকাল থানার অন্তর্গত খেমাশুলীতে ৬ নং জাতীয় সড়ক অবরােধে নেতৃত্ব দেন, শুভজিৎ রায় , দেবাশিস ভুঁইয়া।
টায়ার জ্বালিয়ে প্রায় ঘন্টা খানেক অবরােধ চলে। ফলে ব্যাপক যানজট তৈরি। ডেবরায় ৬ নং জাতীয় সড়ক অবরােধে নেতৃত্ব দেন অন্যতম রাজ্য সম্পাদক তুষার মুখার্জি, কাশীনাথ বসু। আধঘণ্টা অবরােধ চলে। খড়গপুর লােকাল থানার অন্তর্গত সাতকাতপুরে ৬০ নং জাতীয় সড়কে অবরােধে নেতৃত্ব দেন তপন ভুঁইয়া, বুদ্ধদেব পলমল। প্রায় আধঘণ্টা অবরােধ চলে।
Advertisement
খড়গপুর শহরের কৌশল্যায় পথ অবরােধে নেতৃত্ব দেন গৌতম ভট্টাচার্য, অভিষেক সাং, বেলারানি অধিকারী। খরিদায় অভিষেক আগরওয়ালের নেতৃত্বে পথ অবরােধ হয়।
Advertisement
Advertisement



