• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জলাশয় ভরাট করার অভিযোেগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর শেখ কবি নামে একজন স্থানীয় ব্যক্তি রানীগঞ্জের আলিনগর এলাকাতে রাজার বাঁধ জলাশয় এর একাংশ ভরাট করে নির্মাণ কাজ করছিলেন।

প্রতীকী ছবি (Photo: IANS)

জলাশয় ভরাট করার অভিযােগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর শেখ কবি নামে একজন স্থানীয় ব্যক্তি রানীগঞ্জের আলিনগর এলাকাতে রাজার বাঁধ জলাশয়ে একাংশ ভরাট করে নির্মাণ কাজ করছিলেন।

স্থানীয় সূত্র মারফত প্রশাসনের নজরে এলে দুইদিন আগে সে কাজ বন্ধ করে দেন রানীগঞ্জ বােরাের আধিকারিকরা। কিন্তু প্রশাসনকে বুড়াে আঙুল দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শেখ কবি। সােমবার ফের কাজ শুরু হওয়ায় সেখানে যান পৌরনিগমের আধিকারিকরা। কাজ বন্ধ রেখে কাগজ নিয়ে অফিসে দেখা করার নির্দেশ দেন তারা।

Advertisement

পৌরনিগমের এক আধিকারিক সুব্রত মুখার্জ জানান স্থানীয়দের অভিযােগ পেয়ে দুদিন আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আবার কাজ শুরু হওয়ায় বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে কে জানানাে হয়েছে। যদিও শেখ কবি জানান তার কাছে এই জমির বৈধ কাগজ রয়েছে।

Advertisement

Advertisement