উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হল। জলপাইগুড়ির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
উলেনের পরিবারের অভিযােগ ছিল, ময়নাতদন্ত নিরপেক্ষভাবে করা হয়নি। মৃত উলেনের দিদি শান্তিবালা রায় এই অভিযােগ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
Advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কেন রাত ১ টার পর ময়নাতদন্ত করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। তিন সদস্যের একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে উলেনের দেহের ময়নাতন্তের জন্য। আজ, বুধবার দিনের আলােয় এই ময়নাতদন্ত হবে।
Advertisement
Advertisement



