• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দূষণের প্রভাব দেখতে মাউন্ট এভারেস্টে মার্কিন গবেষক দল

হিমালয় অভিযানে এবার মার্কিন এক গবেষক দল পৌঁছলেন নেপালে

মাউন্ট এভারেস্ট (ছবি- Getty Images)

কাঠমান্ডু, ২৮ মার্চ- হিমালয় অভিযানে এবার মার্কিন এক গবেষক দল পৌঁছলেন নেপালে। চড়বেন হিমালয়ের সর্ব্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে। মাউন্ট এভারেস্ট জয়ের বাসনা, অবশ্য তাঁদের নেই। তবে , নেহাত শখের অভিযানও বলা যাবে না। গবেষণার খাতিরেই তাঁদের উঠতে হবে এভারেস্টে। দূষণের জেরে হিমালয়ের কী অবস্থা, তা খতিয়ে দেখবেন এই গবেষকরা। হিমবাহেও কীভাবে দূষণ প্রভাব বিস্তার করেছে, দেখবেন তাও।

জানা গিয়েছে, জন অ্যালের নেতৃত্ব বুধবারই মার্কিন পরিবেশ বিজ্ঞানীদের ওই দলটি নেপালে এসেছেন। অতীতে এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা তাঁদের আছে। বিশ্রাম না নিয়ে এভারেস্টে পৌঁছে গবেষণার নমুনা সংগ্রহ করতেও শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। গাছপালা, বরফ, তুষার- দুমাস ধরে এই নমুনা সংগ্রহের কাজ চলবে।

Advertisement

Advertisement

Advertisement