ফুটবলের ঈশ্বর মারাদোনা চলে যাওয়ার পরে। সারা শহর কাঁদছে। কেউই মেনে নিতে পারছেন না মারাদোনার মৃত্যুকে। সবার মুখে একটাই কথা এই শহরের হৃদয় থেকে একটা অংশ হারিয়ে গেল।
মারাদোনার প্রয়ানের পরে ফুটবলাররা মাঠে ফিরতেই বিশেষ শ্রদ্ধা জানাল নাপােলি টিম। দলের সব খেলােয়াড়রা জার্সিতে ‘মারাদোনা ১০’ লিখে মাঠে নামেন। সেই সঙ্গে নীরবতা পালন করেন। হাতে কালাে ব্যান্ড পরে ফুটবলাররা ম্যাচ খেলেন।
Advertisement
বৃহস্পতিবার রাতে ইউরােপ লিগে রিজেকার বিরুদ্ধে খেলতে নেমে জয় পেল নাপােলি। আর এই ম্যাচ মারাদোনাকে উৎসর্গ করা হয়। ক্লাব ফুটবলে নাপােলির হয়ে সবচেয়ে বেশি গােল করেছেন মারাদোনা।
Advertisement
Advertisement



