• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

করােনায় আক্রান্ত তারকা ফুটবলাররা

তারকা ফুটবলাররা একের পর এক করােনায় আক্রান্ত হচ্ছেন। এখন আন্তর্জাতিক ফুটবল আসরে করােনার আতঙ্কটা ভালাে করে ছড়িয়ে পড়েছে সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: Getty Images)

তারকা ফুটবলাররা একের পর এক করােনায় আক্রান্ত হচ্ছেন। এখন আন্তর্জাতিক ফুটবল আসরে করােনার আতঙ্কটা ভালাে করে ছড়িয়ে পড়েছে সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।

নেইমার, রােনাল্ডােরা করােনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, কিন্তু মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ।

Advertisement

এছাড়া আয়ারল্যান্ডের দুই ফুটবলার ম্যাট ডােহাট্টি এবং জেমস ম্যাক্লেনও করোনায় আক্রান্ত হলেন। এর ফলে ঘরের মাঠে বুলগেরিয়ার বিরুদ্ধে নেশনস লিগের খেলায় এই ফুটবলারকে পাচ্ছে না আয়ারল্যান্ড । আপাতত দুই ফুটবল আইসােলেশনে রয়েছেন ।

Advertisement

Advertisement