পথশিশুদের মুখে হাসি ফোটানাের উদ্যোগ নিল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসােসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্যশাখা। এইদিন শিশুদিবসে মৌলালি সংলগ্ন এলাকায় শিশুদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, ওরাল কিট, খাদ্যসামগ্রী।
এছাড়া দীপাবলী উপলক্ষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় রঙিন মােমবাতির প্যাকেট। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসােসিয়েশন পশ্চিমবঙ্গ রাজশাখার সম্পাদক ডা. রাজু বিশ্বাস জানান, করােনা পরিস্থিতিতে লকডাউনের সময়ে কিংবা আমান দুর্গত অসহায় মানুষদের পাশে আমরা। আমাদের সাধ্যমতাে দাড়িয়েছি।
Advertisement
শিশুদিবসেও সমস্ত সামাজিক দুরত্ব মেনে পথশিশুদের হাতে কিছু সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আজ। চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের পাশে এইভাবে আমাদের অ্যাসােসিয়েশন ভবিষ্যতও দাঁড়াবে।
Advertisement
Advertisement



