• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘অপরাজিত’কে হারিয়ে শােকাচ্ছন্ন টলিউড থেকে বলিউড

বিদায় ফেলুদা আর সৌমিত্রের প্রয়াণর পরেই স্বজনহারানাের বেদনা অনুভব করলেন টলিউড থেকে বলিউডের শিল্পীরা। 

সৌমিত্র চট্টোপাধ্যায় (Photo: IMDb)

অপরাজিতকেও হার মানতে হল। রবিবার দুপুরে শেষবারের মতাে নিঃশ্বাস ফেললেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আশঙ্কা ছিলই মহীরূহ পতনের। আশঙ্কা সত্যি হল। উৎসবের মাঝেই বাঙালির জীবনে নেমে এল অন্ধকার। বিদায় ফেলুদা আর সৌমিত্রের প্রয়াণর পরেই স্বজনহারানাের বেদনা অনুভব করলেন টলিউড থেকে বলিউডের শিল্পীরা। 

অভিনেতা মনােজ বাজপেয়ী বলেছেন, এ এক বিরাট ক্ষতি। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার। ভারতীয় সিনেমা জগতে আপনার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আপনি প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। 

Advertisement

সৌমিত্রের প্রথম নায়িকা শর্মিলা ঠাকুর বলেছেন, আমার অভিভাবক চলে গেল। আজ আর কিছুই বলতে ইচ্ছে করছে না। 

Advertisement

পরিচালক সৃজিত মুখােপাধ্যায়ের ছােট্ট বার্তা- ভালাে থেক। অভিনেত্রী স্বস্তিকা মুখােপাধ্যায় লিখেছেন, এই বছরটা একে একে সব কেড়ে নিচ্ছে। অভিভাবক, কিংবদন্তী, ছােট বেলা, সব কিছু। কি নিষ্ঠুর বছরটা!

অভিনেতা-সাংসদ দেবের স্মৃতিচারণ, তােমাকে খুব মিস করবাে ছানা দাদু। পরিচালক রাজ চক্রবর্তীর কথায়, বাংলা সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। ওনার আত্মার শান্তি কামনা করি। বাংলার প্রত্যেক ঘরে ও হৃদয়ে আপনি চিরকাল থাকবেন।

Advertisement