• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তেজস্বীকে ফোন করলেন মমতা

শাসক জোটের বিরুদ্ধে লড়ে ভালাে ফল করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।অভিনন্দন জানিয়ে ফোন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজেডি নেতা তেজস্বী যাদব। (Photo: IANS)

শাসক জোটের বিরুদ্ধে লড়ে ভালাে ফল করেছেন আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। বৃহস্পতিবার তাকে অভিনন্দন জানিয়ে ফোন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফোনালাপে মমতা তাকে অভিনন্দন জানানাের পাশাপাশি ধর্মনিরপেক্ষতার লড়াইতে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে খবর।

Advertisement

অপরদিকে এবার তেজস্বী যাদবের প্রশংসা শােনা গেল বিজেপি নেত্রী উমা ভারতীর গলায়ও। রাম জন্ম ভুমি আন্দোলনের অন্যতম নেত্রী উমা বলেছেন, তেজস্বী গুড বয়। আর একটু বয়স বাড়লে ও বিহারকে নেতৃত্ব দেবে।

Advertisement

Advertisement