• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

তৃণমূলের গােষ্ঠী কোন্দল 

তৃণমূলের কর্মিসভা ঘিরে তুমুল গােষ্ঠী কোন্দল। সভায় উপস্থিত নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষেন্দু নারায়ণ চৌধুরী সহ তৃণমূল নেতৃত্বের একাংশ।

তৃণমূল (File Photo: IANS)

তৃণমূলের কর্মিসভা ঘিরে তুমুল গােষ্ঠী কোন্দল। সভায় উপস্থিত নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষেন্দু নারায়ণ চৌধুরী সহ তৃণমূল নেতৃত্বের একাংশ। কৃষ্ণেন্দুবাবু একজন স্বঘােষিত নেতা দলকে ভালােবাসে না। দলকে ভালবাসলে তিনি দলীয় বৈঠকে আসতেন।

অভিযােগ করলেন তৃণমূলের মালদা জেলার কো-অর্ডিনেটর দুলাল সরকার। এরা দলকে ভাঙিয়ে ব্যবসা করেন, অভিযােগ ইংরেজবাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির।

Advertisement

পাল্টা কৃষ্ণেন্দুবাবু বলেন আমি নেতা নই। আমি একজন কর্মী। পুরসভা চালিয়ে নিজের শ্রীবৃদ্ধি করিনি। কেউ আমাকে নেতা বানাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নেতা বানিয়েছেন। প্রকাশ্যেই মঞ্চে দলীয় নেতাদের বিরুদ্ধে সরব হলেন দলের মুখপাত্র সুমালা আগরওয়ালা ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চৈতালি ঘােষ সরকার। 

Advertisement

গত ১০-১১ বছর ধরেই তৃণমূলের লাগাতার গােষ্ঠী কোন্দল চলছে। এটা যে দোলা প্রাইভেট লিমিটেড কোম্পানি তা বােঝা মুশকিল, এমনই দাবি বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের।

রবিবার মালদা টাউন হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ঘিরে প্রকাশ্যে এই গােষ্ঠী কোন্দল নির্বাচনের আগে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে।

Advertisement