পাটনা, ২৪ মার্চ – বিহারের বেগুসরাই থেকে সিপিআই এর টিকিটে লড়বেন কানহাইয়া কুমার। লোকসভায় তাঁর লড়াই বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে ।
সিপিআই এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেগুসরাইয়ে গিরিরাজ ও কানহাইয়ার জোর টক্কর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। লালুপ্রসাদের নেতৃত্বাধীন আরজেডি , কংগ্রেস ও অন্যান্য ছোট দলের মহাজোটের সমর্থন কানহাইয়া কুমারের দিকে স্বাভাবিকভাবেই যাবে মনে করা হচ্ছে। তবে আরও একটি বিষয় ভাবাচ্ছেন নির্বাচনী পর্যালোচকদের। তা হল আরজেডি নেতা তেজস্বী ব্যক্তিগত ভাবে কানহাইয়া কুমারের প্রার্থীপদ পছন্দ করেননি।
Advertisement
আসন সমঝোতায় তাঁর নওয়াদা আসনটি লোক জনশক্তি পার্টির দখলে চলে যাওয়ায় বেগুসরাই থেকে সরে দাঁড়িয়েছেন গিরিরাজ সিং। এ প্রসঙ্গে প্রবীণ এই নেতা বলেছেন, আসন সমঝোতার বাধ্যবাধকতা থাকতেই পারে। তবে বিহারে কোনো কেন্দ্রীয় মন্ত্রকে হয়তো তাঁর বর্তমান আসন ছাড়তে হবে না। আমার কেন্দ্রে আমি প্রচুর কাজ করেছি। বিহারে জোটের শর্তে ১৭টি করে আসনে লড়বে বিজেপি ও জনতা দল(ইউ)। সাতটি আসন ছাড়া হয়েছে এলজেপিকে।
Advertisement
Advertisement



