বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের দরুন দিঘা’য় সতর্কতা জারি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই দীঘা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দীঘা’য় সতর্কতা জারি করা হয়েছে

Written by SNS Digha | October 23, 2020 4:36 pm

প্রতিনিধিত্বমূলক ছবি(Photo: IStock)

২২, ২৩ ও ২৪ অক্টোবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই দীঘা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দীঘা’য় সতর্কতা জারি করা হয়েছে।

সেই সঙ্গে সমুদ্রে মৎস্যশিকার ও পর্যটকদের সমুদ্রে নামা সম্পূর্ণ বন্ধ রাখার কথা ঘােষণা করা হয়েছে। তবে এবার পুজোর ছুটি কাটাতে দীঘা’য় প্রচুর সংখ্যক পর্যটকদের আনাগােনা শুরু হয়েছে এমন সময় একদিকে করােনার আবহ তার সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে দীঘা’য় বেড়াতে আসা বহু সংখ্যক পর্যটক সমস্যায় পড়লেন।