• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

লঙ্কা প্রিমিয়র লিগে দল কিনছেন সলমন খানের পরিবার

শ্রীলঙ্কা প্রিমিয়র লিগে দল কিনছে সলমন খানের পরিবার। ভাইজানের ছােট ভাই সােহেল খান এবং বাবা সেলিম খান মিলে লঙ্কা প্রিমিয়র লিগে দল কিনছেন বলে জানা গিয়েছে।

সলমন খান ।(Instagram/@beingsalmankhan)

বলিউড বাদশার মত সরাসরি দল না কিনলেও, শ্রীলঙ্কা প্রিমিয়র লিগে দল কিনছে সলমন খানের পরিবার। ভাইজানের ছােট ভাই সােহেল খান এবং বাবা সেলিম খান মিলে লঙ্কা প্রিমিয়র লিগে দল কিনছেন বলে জানা গিয়েছে।

ক্যান্ডি টাস্কার্স ফ্র্যাঞ্চাজির মালিক হতে চলেছেন সলমনের পরিবার। জানা গিয়েছে, ২১ নভেম্বর থেকে শুরু হবে এবারের লঙ্কা প্রিমিয়র লিগ। অংশ নেবে মােট পাঁচটি দল।

Advertisement

সােহেল ও সেলিম খানের দলের অন্যতম তারকা হিসাবে নিযুক্ত থাকছেন প্রীতির দলের সুপারস্টার ক্রিস গেইল। এবার ক্রিকেটের সঙ্গে সরাসরি না হলেও, নাম জড়িয়ে গেল সলমন খানের অবশ্য তার পরিবারের সুবাদেই।

Advertisement

Advertisement