বােনাসডে তে রেলের চাক্কা জ্যামের হুঁশিয়ারি অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের। ফেডারেশনের কো সারা ভারত বিক্ষোভ কর্মসূচি পালিত হল শিলিগুড়িতেও।
শিলিগুড়ির এনজেপি এডিআরএম অফিসের সামনে এই কর্মসূচী পালন করে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে পঙ্কজ চক্রবর্তী জানান, প্রাপ্য বােনাস নিয়ে নানা রকম টালবাহানা করছে রেল।
Advertisement
এছাড়াও রেলকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে কোন রূপ আলােচনা ছাড়াই সারা ভারত বর্ষ জুড়ে রেলের চাক্কা জাম করা হবে বলে জানান তিনি।
Advertisement
Advertisement



